যজুর্বেদ ৪০/২ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

25 July, 2023

যজুর্বেদ ৪০/২

কুর্বন্নিত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । আত্মা দেবতা । ভুরিগনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥

কু॒র্বন্নে॒বেহ কর্মা॑ণি জিজীবি॒ষেচ্ছ॒তꣳ সমাঃ॑ ।

এ॒বং ত্বয়ি॒ নান্যথে॒তো᳖ऽস্তি॒ ন কর্ম॑ লিপ্যতে॒ নরে॑ ॥ ২ ॥

পদার্থঃ- মনুষ্য (ইহ) এই সংসারে (কর্মাণি) ধর্মযুক্ত বেদোক্ত নিষ্কাম কর্ম্মকে (কুর্বন্) করিতে থাকিয়া (এব) ই (শতম্) শত (সমাঃ) বর্ষ (জিজীবিষেৎ) জীবনের ইচ্ছা করিবে (এবম্) এই প্রকার ধর্মযুক্ত কর্ম্মে প্রবৃত্তমান (ত্বয়ি) তোমাকে (নরে) ব্যবহারের নির্দেশক জীবনের ইচ্ছুক হইয়া (কর্ম) অধর্মযুক্ত অবৈদিক কাম্য কর্ম্ম (ন) না (লিপ্যতে) লিপ্ত হয় (ইতঃ) ইহাতে (অন্যথা) অন্য প্রকারে (ন, অস্তি) কর্ম্ম প্রয়োগ করিবার অভাব হয় না ॥ ২ ॥

ভাবার্থঃ- মনুষ্য আলস্য পরিত্যাগ করিয়া সর্বলক্ষ্যকারী ন্যায়াধীশ পরমাত্মা এবং করিবার যোগ্য তাহার আজ্ঞা পালন করিয়া শুভ কর্ম করিয়া অশুভ কর্ম্মকে পরিত্যাগ করিয়া ব্রহ্মচর্য্যের সেবন দ্বারা বিদ্যা এবং উত্তম শিক্ষা লাভ করিয়া উপস্থ ইন্দ্রিয়কে সংযম করিয়া পরাক্রম বৃদ্ধি করিয়া অকাল মৃত্যু কে দূরীভূত করিবে, যুক্ত আহার বিহারের দ্বারা শত বর্ষের আয়ু প্রাপ্ত হইবে যেমন যেমন মনুষ্য সুকর্ম্মে চেষ্টা করে সেইরূপ বিদ্যা, অবস্থা এবং সুশীলতা বৃদ্ধি পায় এবং পাপকর্ম দ্বারা বুদ্ধির নিবৃত্তি হয় ॥ ২ ॥

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

वैदिक रश्मिविज्ञानम्

EBooks Download – Vaidic Physics

Post Top Ad

ধন্যবাদ