অ॒গ্নয়ে॑ কু॒টরূ॒না ল॑ভতে॒ বন॒স্পতি॑ভ্য॒ऽউলূ॑কান॒গ্নীষোমা॑ভ্যাং॒ চাষা॑ন॒শ্বিভ্যাং॑ ম॒য়ূরা॑ন্ মি॒ত্রাবরুণাভ্যাং ক॒পোতা॑ন্ ॥
পদার্থঃ– হে মনুষ্যগণ! যেমন পক্ষীদের গুণ জ্ঞাতা ব্যক্তি (অগ্নয়ে) অগ্নির জন্য (কুটরূন্) কুক্কুটগুলি (বনস্পতিভ্যঃ) বনস্পতি অর্থাৎ পুষ্প ব্যতীত ফলদাতা বৃক্ষের জন্য (উলূকান্) পেচক পক্ষীদের (অগ্নিষোমাভ্যাম্) অগ্নি ও সোমের জন্য (চাষান্) নীলকণ্ঠ পক্ষীদের (অশ্বিভ্যাম্) সূর্য্য চন্দ্রের জন্য (ময়ূরান্) ময়ূর তথা (মিত্রাবরুণাভ্যাম্) মিত্র ও বরুণের জন্য (কপোতান্) কপোতগুলিকে (আ, লভতে) উত্তম প্রকার প্রাপ্ত হয়, সেইরূপ ইহাদেরকে তুমিও প্রাপ্ত হও ॥
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । পক্ষী বিশেষজ্ঞ মোরগদের আগুনের উষ্ণতা উপভোগ করতে দেখেন; পেঁচা ফলহীন গাছে বসে; নীল কণ্ঠ সূর্য এবং সোমা (চন্দ্র) উপভোগ করছে; ময়ূর সূর্য এবং চাঁদ; কবুতর স্নেহ এবং পারস্পরিক মেল বন্ধন পছন্দ করে। যাহারা কুক্কুটাদি পশুপক্ষীর গুণকে জানে তাহারা সর্বদা ইহাদেরকে বৃদ্ধি করে ॥
No comments:
Post a Comment
ধন্যবাদ