যজুর্বেদ ৪/৩০ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

24 December, 2023

যজুর্বেদ ৪/৩০

বিষয়ঃ অথেশ্বরসূর্য়্যবায়ুগুণা উপদিশ্যন্তে ॥

অদিত্যাস্ত্বগসীত্যস্য বৎস ঋষিঃ । বরুণো দেবতা । পূর্বস্য স্বরাড্ য়াজুষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । অস্তভ্নাদিত্যন্তস্যার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥

অদি॑ত্যা॒স্ত্বগ॒স্যদি॑ত্যৈ॒ সদ॒ऽআ সী॑দ । 

অস্ত॑ভ্না॒দ্ দ্যাং বৃ॑ষ॒ভোऽঅ॒ন্তরি॑ক্ষ॒মমি॑মীত বরি॒মাণ॑ম্পৃথি॒ব্যাঃ ।

আऽসী॑দ॒দ্বিশ্বা॒ ভুব॑নানি স॒ম্রাড্ বিশ্বেত্তানি॒ বরু॑ণস্য ব্র॒তানি॑ ॥

যজুর্বেদ ৪/৩০
পদার্থঃ– হে জগদীশ্বর! যদ্দ্বারা (বৃষভঃ) শ্রেষ্ঠ গুণযুক্ত আপনি (আদিত্যাঃ) পৃথিবীর (ত্বক্) আচ্ছাদনকারী (অসি) হন, (অদিত্যৈ) পৃথিবী ইত্যাদি সৃষ্টির জন্য (সদঃ) স্থাপন করিবার যোগ্য (আসীদ) ব্যাবস্থাকে স্থাপন করিতে অথবা (দ্যাম্) সূর্য্যাদি (অস্তভ্নাৎ) ধারণ করিতে (বরিমাণম্) অত্যন্ত উত্তম (অন্তরিক্ষম্) অন্তরিক্ষের (অমিমীত) রচনা করেন এবং (সম্রাট্) সম্যক্ প্রকার প্রকাশ প্রাপ্ত সকলের অধিপতি আপনি (পৃথিব্যাঃ) অন্তরিক্ষের মধ্যে (বিশ্বা) সকল (ভুবনানি) লোক-লোকান্তরকে (আসীদৎ) স্থাপন করেন ইহা দ্বারা (তানি) এই (বিশ্বাঃ) সকল (বরুণস্য) শ্রেষ্ঠ রূপ (তে) আপনারই (ব্রতানি) সত্য স্বভাব ও কর্ম এই রকম আমরা (অপদ্মহি) জানি ॥ ১ ঈশ্বরের গুণ

যে (বৃষভঃ) অত্যুত্তম (সম্রাট) স্বয়ং প্রকাশমান সূর্য্য ও বায়ু (অদিত্যাঃ) পৃথিবী ইত্যাদির (ত্বক্) আচ্ছাদনকারী (অসি) হন, বা (অদিত্যৈ) পৃথিবী ইত্যাদি সৃষ্টি হেতু (সদঃ) লোকগুলিকে (আসীদ) স্থাপন (দ্যাম্), প্রকাশকে (অস্তভ ্নাৎ) ধারণ (বরিমাণম্) শ্রেষ্ঠ (অন্তরিক্ষম্) আকাশকে (অভিমীত) রচনা এবং (পৃথিব্যাঃ) আকাশের মধ্যে (বিশ্বা) সকল (ভুবনানি) লোক সমুহকে (আসীদৎ) স্থাপন করেন (তানি) সেই (বিশ্বা) সকল (তে) সেই (বরুণস্য) সূর্য্য ও বায়ুরই (ব্রতানি) স্বভাব ও কর্ম এই রকম আমরা (অপদ্মহি) জানি ॥ ২ সূর্য ও বায়ুর গুণ ॥  


এই মন্ত্রের ব্যাখ্যা শতপথ ব্রাহ্মণ ৩।৩।৪।১ থেকে ৫ এর মধ্যে রয়েছে

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

যজুর্বেদ অধ্যায় ১২

  ॥ ও৩ম্ ॥ অথ দ্বাদশাऽধ্যায়ারম্ভঃ ও৩ম্ বিশ্বা॑নি দেব সবিতর্দুরি॒তানি॒ পরা॑ সুব । য়দ্ভ॒দ্রং তন্ন॒ऽআ সু॑ব ॥ য়জুঃ৩০.৩ ॥ তত্রাদৌ বিদ্বদ্গুণানাহ ...

Post Top Ad

ধন্যবাদ