আত্মেতি নূপগচ্ছন্তি গ্রাহয়ন্তি চ।। ব্রহ্মসূত্র ৪/১/৩
( আত্মা-ইতি তু-উপগচ্ছন্তি গ্রাহয়ন্তি চ) সেই ধ্যানবৃত্তিতে সকলের আত্মভূত পরমাত্মা অবলম্বনীয় হয়,এমন ধ্যানীজন প্রাপ্ত করেন,তথা শ্রুতাগণ গ্রহণ করে-বোধ করে,দর্শন করে-"পরীত্য ভূতানি পরীত্য লোকান্ পরীত্য সর্বাঃ প্রদিশো দিশশ্চ। উপস্থায় প্রথমজামৃতস্যাত্মনাऽऽত্মানমভিসংবিদেশ"।
( যজু০ ৩২/১১)=পরমাত্মা সর্ব ভূতে ব্যাপ্ত আছেন,সর্ব লোকে ব্যাপ্ত আছেন,সকল দিশাতে উপদিশাতে ব্যাপ্ত থেকে বর্তমান আছেন,মূলবস্তু প্রকৃতির প্রথমজা বিকৃতি=মহত্তত্বকে নিজ অঞ্চলে রাখা হয় সেই আত্মরূপে স্বাত্মা সমাবেশ কর। তথা "বিশত্যাত্মনাऽऽত্মানম্ য় এবম্ বেদ" ( মাণ্ডু০ ১২)=নিজ আত্মাতে সেই আত্মরূপ পরমাত্মাতে সংবেশ কর। "ঔমিত্যবম্ ধ্যায়থ আত্মানম্" ( মুণ্ড০ ২/২/৬)="ও৩ম্" সেই স্ব-গঠিত আত্মরূপ পরমাত্মার ধ্যান কর।।
No comments:
Post a Comment
ধন্যবাদ