যদাऽऽত্মতত্বেন তু ব্রহ্মতত্ত্বং দীপোপমেনেহ যুক্তঃ প্রপশ্যেৎ।
অজং ধ্রুবং সর্বতত্ত্বৈর্বিশুদ্ধং জ্ঞাত্বা দেবং মুচ্যতে সর্বপাশৈঃ।।
শ্বেতাশ্বতরোপনিষদ ২/১৫
পদার্থ-( যুক্তঃ) যোগী ( যদা তু) যখন ( দীপোপমেন) দীপকের ন্যায় ( ব্রহ্মতত্বম্) ব্রহ্মের স্বরূপকে ( ইহ) এখানে [ এই জীবনে ] ( প্রপশ্যেত্) সাক্ষাত করে নেয় [ তখন ] ( অজম্) অজন্মা,( ধ্রুবম্) [ সর্বব্যাপক হওয়ায় ] কম্পন থেকে রহিত ( সর্বতত্ত্বৈর্বিসুদ্ধম্) সকল তত্ত্ব থেকে অধিক শুদ্ধ ( দেবম্) পরমাত্মদেবকে ( জ্ঞাত্বা) জেনে ( সর্বপাশৈঃ) সকল প্রকার [ বন্ধন ] থেকে ( মুচ্যতে) মুক্ত হয়ে যায় অর্থাৎ মোক্ষকে প্রাপ্ত করে নেয়।।
সরলার্থ-যোগী যখন দীপকের ন্যায় ব্রহ্মস্বরূপকে এখানে এই জীবনে সাক্ষাত করে নেয়,তখন অজন্মা সর্বব্যাপক হওয়ায় কম্পন থেকে রহিত সকল তত্ত্ব থেকে অধিক শুদ্ধ পরমাত্মদেবকে জেনে সকল প্রকার বন্ধন থেকে মুক্ত হয়ে যায় অর্থাৎ মোক্ষকে প্রাপ্ত করে নেয়।। ( ভাষ্যকার-মহাত্মা নারায়ণ স্বামী)
No comments:
Post a Comment
ধন্যবাদ