সামবেদ ৬৯ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

11 February, 2024

সামবেদ ৬৯

সামবেদ ৬৯

[আত্মরক্ষার জন্য পরমাত্মার স্তুতি করার উপদেশ]

৷৷ ঋষিঃ বামদেবঃ ৷ দেবতাঃ অগ্নিঃ ॥ ছন্দঃ ত্রিষ্টুপ ॥ স্বরঃ ধৈবতঃ ।

आ꣢ वो꣣ रा꣡जा꣢नमध्व꣣र꣡स्य꣢ रु꣣द्र꣡ꣳ होता꣢꣯रꣳ सत्य꣣य꣢ज꣣ꣳ रो꣡द꣢स्योः । 

अ꣣ग्निं꣢ पु꣣रा꣡ त꣢नयि꣣त्नो꣢र꣣चि꣢त्ता꣣द्धि꣡र꣢ण्यरूप꣣म꣡व꣢से कृणुध्वम् ॥६९॥


আ বো রাজানমধ্বরস্য রুদ্রং হোতারং সত্যয়জং রোদস্যোঃ।
অগ্নিং পুরা তনয়িত্বোরচিত্তাদ্ধিরণ্যরূপমবসে কৃণুধ্বম্।সামবেদ ৬৯ ॥
পদার্থঃ হে মানবজাতি! তোমরা (বঃ) নিজেদের (অধ্বরস্য) জীবন যজ্ঞের ['পুরুষো বাব যজ্ঞঃ' ছা০ উপ০ ৩ ১৭।১] (রাজানম্) সম্রাট, (রুদ্রম্) পাপীদের রোদন করান যিনি এবং পুণ্যাত্মাদের দুঃখ দূরকর্তা, ['অগ্নিরপি রুদ্র উচ্যতে' নিরু০১০।৭, 'অগ্নির্বৈ রুদ্রঃ' শত০ ৫।৩।১।১০] সত্য উপদেশদাতা, (হোতারম্) সৃষ্টির উৎপত্তি ও সংহারকর্তা, (রোদস্যোঃ) দ্যাবাপৃথিবীতে ['রোদসী ইতি দ্যাবাপৃথিবীনাম' নিঘ০ ৩।৩০] (সত্যয়জম্) সত্য সামঞ্জস্য স্থাপনকারী, (হিরণ্যরূপম্) জ্যোতির্ময়, ['জ্যোতির্হি হিরণ্যম্' শত০ ৪।৩।১।২১] (অগ্নিম্) সেই অগ্রনায়ক পরমাত্মাকে (অবসে) আত্মরক্ষার জন্য (তনয়িত্নোঃ৺) বিদ্যুতের ন্যায় হঠাৎ আক্রমণকারী (অচিত্তাৎধ) মোহাবস্থার প্রাপক মৃত্যু আসার (পুরা) পূর্বেই (আকৃণুধ্বম্) সেবন করে নাও ॥
সরলার্থঃ হে মানবজাতি! বিদ্যুতের হঠাৎ আক্রমণকারী মোহাবস্থার প্রাপক মৃত্যু আসার পূর্বেই আত্মরক্ষার জন্য তোমরা নিজেদের জীবন যজ্ঞের সম্রাট, পাপীদের রোদন করান যিনি এবং পুণ্যাত্মাদের দুঃখ দূরকারী, সত্য উপদেশ প্রদানকারী, সৃষ্টির উৎপত্তি ও সংহারকর্তা, দ্যাবাপৃথিবীতে সত্যের সামঞ্জস্য স্থাপনকারী, জ্যোতির্ময়, সেই অগ্রনায়ক পরমাত্মাকে সেবন অর্থাৎ লাভ করে নাও ॥
ভাবার্থঃ চমকিত বিদ্যুতের ন্যায় মৃত্যু না জানি কখন এসে আমাদের গ্রাস করে নেয়! সেকারণে মৃত্যুর পূর্বেই বিবিধ গুণ সমৃদ্ধ পরমাত্মার সেবন করে আমাদের আত্মোদ্ধার করা উচিত ॥

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

कात्‍यायन श्रौतसूत्रम्

  Cont>>

Post Top Ad

ধন্যবাদ