ওম্ শং নো মিত্রঃ শং বরুণঃ শং নো ভবত্বর্যমা।
শং ন ইন্দ্রো বৃহস্পতিঃ শং নো বিষ্ণুরুরুক্রমঃ॥ ঋগ্বেদ ১।৯০।৯॥
-হে সচ্চিদানন্দানন্তস্বরূপ, হে নিত্যশুদ্ধবুদ্ধমুক্ত স্বভাব, হে অদ্বিতীয়ানুপমজগদাদিকারণ, হে অজ, নিরাকার, সর্বশক্তিমন্, ন্যায়কারিন্, হে জগদীশ, সর্বজগদুৎপাদকাধার, হে সনাতন, সর্বমঙ্গলময়, সর্বস্বামিন্, হে করুণাকরাস্মৎপিতঃ, পরম সহায়ক, হে সর্বানন্দপ্রদ, সকল দুঃখবিনাশক, হে অবিদ্যান্ধকারনিমূলক, বিদ্যার্কপ্রকাশক, হে পরমৈশ্বর্যদায়ক, সাম্রাজ্যপ্রসারক, হে অধমোদ্ধারক, পতিতপাবন, মান্যপ্রদ, হে বিশ্ববিনোদক, বিনয়বিধিপ্রদ, হে বিশ্বাসবিলাসক, হে নিরঞ্জন, নায়ক, শর্মদ, নরেশ, হে সর্বান্তর্যামিন, সদুপদেশক, মোক্ষপ্রদ, হে সত্যগুণাকর, নির্মল, নিরীহ নিরাময়, নিরুপদ্রব দীনদয়াকর, পরমসুখদায়ক, হে দারিদ্র্যবিনাশক, নির্বৈরবিধায়ক, সুনীতিবর্ধক, হে প্রীতিসাধক, রাজ্যবিধায়ক, শত্রুবিনাশক, হে সর্ববলদায়ক, নির্বলপালক, হে সুধর্মসুপ্রাপক, হে অর্থসুসাধক, সুকামবর্ধক, জ্ঞানপ্রদ, হে সন্ততিপালক, ধর্মসুশিক্ষক, রোগ বিনাশক, পুরুষার্থপ্রাপক, দুর্গুণনাশক, সিদ্ধিপ্রদ, হে সজ্জনসুখদ, দুষ্টসুতাড়ন, গর্বকুক্রোধকুলোভবিদারক, হে পরমেশ, পরেশ পরমাত্মন্, পরব্রহ্মন্! হে জগদানন্দক, পরমেশ্বর, ব্যাপক, সুক্ষ্মাচ্ছেদ্য, হে অজরামৃতাভয়নির্বন্ধনাদে! হে অপ্রতিমপ্রভাব, নির্গুণাতুল, বিশ্বাদ্য, বিশ্ববন্দ্য, বিদ্বদ্বিলাসক, ইত্যাদ্যনন্তবিশেষণ বাচ্য, হে মঙ্গলপ্রদেশ্বর!আপনি সর্বতোভাবে সকলের নিশ্চিত মিত্র ও সর্বদা আমাদের সত্য সুখদান করেন। হে সর্বোৎকৃষ্ট স্বীকারযোগ্য বরেশ্বর! আপনি বরুণ, অর্থাৎ সর্বাপেক্ষা পরমোত্তম, সেই জন্য আপনি আমাদের পরম সুখদায়ক। হে পক্ষপাতরহিত ধর্মন্যায়কারিন্! আপনি অর্যমা (যমরাজ), ন্যায়কারী ও সুখদাতা, হে পরমৈশ্বর্যবান্ ইন্দ্রেশ্বর! আপনি অতি শীঘ্র আমাদের পরম ঐশ্বর্যযুক্ত স্থায়ী সুখ প্রদান করুন। হে মহাবিদ্যাবাচোধিপতে, বৃহস্পতে, পরমাত্মন্। আপনি আমাদের (বৃহৎ) সুমহান্ সুখদাতা। হে সর্বব্যাপক!অনন্ত পরাক্রমেশ্বর বিষ্ণো! আপনি আমাদের অনন্ত সুখ দান করুন। যাহা কিছু চাহিব, আপনার নিকটই চাহিব। আপনি ব্যতীত সর্বপ্রকার সুখদানকারী আর কেহ নাই। আপনি আমাদের সর্বকালের আশ্রয়, আপনার ন্যায় সর্বশক্তিমান, ন্যায়কারী, দয়াময়, সর্বাপেক্ষা মহান্ পিতাকে ত্যাগ করিয়া আমরা কদাপি ক্ষুদ্রের আশ্রয় লইব না। আপনি অঙ্গীকৃত জনে কদাপি ত্যাগ করেন না, ইহা আপনার স্বভাব। সেই কারণেই আমাদের দৃঢ় বিশ্বাস যে, আপনি আমাদের সর্বকালে সুখ দান করিবেন ॥১॥
No comments:
Post a Comment
ধন্যবাদ