ঋগ্বেদ ১০/৬৩/১৩ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

02 February, 2025

ঋগ্বেদ ১০/৬৩/১৩

 

বেদে ধর্ম শব্দ

অরিষ্টঃ স মর্ত্তো বিশ্ব এধতে প্র প্রজাভির্জায়তে ধর্মণস্পরি।

য়মাদিত্যাসো নয়থা সুনীতিভিরতি বিশ্বানি দুরিতা স্বস্তয়ে॥  ঋগ্বেদ ১০।৬৩।১৩


পদার্থঃ- (স মর্তঃ) সেই মনুষ্য (বিশ্বঃ) সমস্ত অর্থাৎ পূর্ণরূপে (অরিষ্টঃ) অহিংসিত হয়ে ওঠা (এধতে) বৃদ্ধিকে প্রাপ্ত হওয়া (ধর্মণঃ) ধর্মের দ্বারা (প্রজাভিঃ) নিজ সন্তানদের সাথে (পরিপ্রজায়তে) সম প্রকার বিকাশকে প্রাপ্ত হয়ে (যম্) যে ব্যক্তিকে (আদিত্যাসঃ) সমস্ত জ্ঞান এবং গুনাবলী প্রদানকারী দেব! তুমি (সনীতিভিঃ) উত্তম মার্গে কল্যাণের নিমিত্ত (নয়থা) পরিচালিত করো॥ 


ভাবার্থঃ হে দেব! তোমরা যাহাকে উত্তম পথ দেখাইয়া দিয়া সমস্ত পাপ হইতে পার করিয়া কল্যাণে উপনীত কর, এতাদৃশ যে কোন ব্যক্তিই শ্রীবৃদ্ধিশালী হয়, তাহার কোন অনিষ্ট ঘটে না, সে ধর্মকর্ম অনুষ্ঠান করে এবং তাহার বংশ বৃদ্ধি হয়। ধর্মের পথ অনুসরণ করে সকলে জীবনকে উন্নত করে॥

(आदित्यासः) हे अखण्डितज्ञान-ब्रह्मचर्यवन्तो विद्वांसः ! (यं सुनीतिभिः) यं जनं शोभननयनक्रियाभिः-सदाचरणशिक्षाभिः (विश्वानि दुरिता-अति) सर्वाणि पापानि खल्वतिक्रम्य (स्वस्तये नयथ) कल्याणाय नयथ (सः-विश्वः-मर्तः-अरिष्टः-प्र-एधते) स सकलो जनोऽपीडितः सन् प्रवर्धते (प्रजाभिः-धर्मणः-परि-जायते) पुत्रादिभिः गुणेऽधिष्ठितः “पञ्चम्याः परावध्यर्थे” [अष्टा० ८।३।५] सञ्जायते प्रसिद्ध्यति ॥

অথর্ববেদও ধর্ম শব্দ দেখতে পাওয়া যায়👇
ওজশ্চ তেজশ্চ সহশ্চ বলঞ্চ বাক্ চেন্দ্রিয়ং চ শ্রীশ্চ ধর্মশ্চ॥
অথর্ব০ কাং০১২। সু০৫। মং০৭।।
-হে মনুষ্যগণ। (ওজঃ) পরাক্রম (চ) ও ইহার সাধন, (তেজঃ) তেজস্বিতা (চ) ও ইহার সাধন, (সহঃ) স্বতিনিন্দা, হানিলাভ, শোকাদি সহন (চ) ও ইহার সাধন, (বলঞ্চ) বল ও ইহার সাদন, (বাক চ) সত্য প্রিয়বাণী ও ইহার অনুকূল ব্যবহার, (ইন্দ্রিয়ঞ্চ) শাস্ত্র ধর্মযুক্ত অন্তঃকরণ ও শুদ্ধাত্মা তথা জিতেন্দ্রিয়তা, (শ্রীশ্চ) লক্ষ্মী, সম্পত্তি ও ইহার প্রাপ্তির জন্য ধর্মযুক্ত উদ্যোগ, (ধর্মশ্চ) পক্ষপাত রহিত ন্যায়াচরণ, বেদোক্ত ধর্ম এবং ইহার সাদন বা লক্ষণ, তোমরা এই সব লাভ করিয়া সর্বদা আনন্দে কাল কাটাও।।

ओज॑श्च॒ तेज॑श्च॒ सह॑श्च॒ बलं॑ च॒ वाक्चे॑न्द्रि॒यं च॒ श्रीश्च॒ धर्म॑श्च ॥

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ছত্রপতি শিবাজী

  ছত্রপতি মহারাজ শিবাজির পুত্র সম্ভাজি তাঁর পিতার রাজত্বকালে তাঁর দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং ইন্দ্রিয়সুখের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে কারাবরণ...

Post Top Ad

ধন্যবাদ