দেব॑ সবিতঃ॒ প্র সু॑ব য়॒জ্ঞং প্র সু॑ব য়॒জ্ঞপ॑তিং॒ ভগা॑য় ।
দি॒ব্যো গ॑ন্ধ॒র্বঃ কে॑ত॒পূ কেতং॑ নঃ পুনাতু বা॒চস্পতি॒র্বাচং॑ নঃ স্বদতু ॥ ১ ॥
পদার্থঃ–হে (দেব) দিব্যস্বরূপ (সবিতঃ) সমস্ত ঐশ্বর্য্যযুক্ত এবং জগৎ উৎপন্নকারী জগদীশ্বর! আপনি (দিব্যঃ) শুদ্ধ স্বরূপে হওয়া (গন্ধর্বঃ) পৃথিবীকে ধারণকারী (কেতপূঃ) বিজ্ঞানকে পবিত্রকারী রাজা (নঃ) আমাদের (কেতম্) বুদ্ধিকে (পুনাতু) পবিত্র করুন এবং যে (বাচঃ) বাণীর (পতিঃ) রক্ষক (নঃ) আমাদের (বাচম্) বাণীকে (স্বদতু) মিষ্ট, স্নিগ্ধ, কোমল, প্রিয় করুন । সেই (য়জ্ঞপতিম্) রাজ্যের রক্ষক রাজাকে (ভগায়) ঐশ্বর্য্যযুক্ত ধনের জন্য (প্র, সুব) উৎপন্ন করুন এবং (য়জ্ঞম্) রাজধর্মরূপ যজ্ঞকেও (প্র, সুব) সম্পাদন করুন ॥ ১ ॥
ভাবার্থঃ–যে বিদ্যার শিক্ষাকে বৃদ্ধিকারী শুদ্ধ গুণকর্ম স্বভাবযুক্ত রাজ্যের রক্ষা করিতে যথাযোগ্য ঐশ্বর্য্য বৃদ্ধিকারী ধর্মাত্মাদের রক্ষক পরমেশ্বরের উপাসক এবং সমস্ত শুভ গুণ দ্বারা যুক্ত হয়, সেই রাজা হওয়ার যোগ্য ॥ ১ ॥
No comments:
Post a Comment
ধন্যবাদ